শ্যামাপোকা কী খায় জানলে মাথা ঘুরে যাবে!

Published by  Raima Chakraborty              22-10-2025

প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরে হানা দেয় ওরা। আকাশে উড়ে বেড়ায়। আলো দেখলেই ছুটে যায়। বাঙালি বলে শ্যামাপোকা।

আলো দেখলেই ছুটে যায়। কালীপুজোর সময়, হেমন্তকালে ওদের আবির্ভাব।

বর্তমানে এই পোকার পরিমাণ অনেকটাই কমে এসেছে। ধীরে ধীরে নাকি বিলুপ্তির পথে এই শ্যামাপোকা।

More Stories.

‘তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে…’, ‘আশিকি’ নায়িকা অনুকে রেখা এমন কথা বলেছিলেন? কেউ বিশ্বাসই করতে পারে না!

অনেক শিক্ষিত লোকও নাকানি-চোবানি খাবে, আপনি কি জানেন বাথরুম-ওয়াশরুম-টয়লেটের মধ্যে পার্থকী কী? উত্তরে চমকাবেন!

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলের বোন ‘ছুটকি’-কে মনে আছে? এখন কী করেন তিনি জানলে মাথা ঘুরে যাবে!

শীতের আগে হেমন্তে রাত বাড়লেই লাইটের চারপাশে দেখা যায় এদের। আর বছরের অন্য সময়?

দিনের বেলায় বের হয় না। হেমন্তকালের রাতে হাল্কা শীতে এদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়।

পূর্ণাঙ্গতা লাভ করেই এরা পরবর্তী প্রজন্মের জন্য ডিম পেড়ে রেখে মারা যায়। কারণ এটাই বংশবিস্তারের সেরা সময় এদের

বছরের অন্য সময় এরা গাছের গোড়ায়, পাতায় বা অন্য যে কোনও গাছে পাতায় পিউপা অবস্থায় থাকে এরা। হেমন্তের আবহাওয়ার বংশবিস্তার করে বেরিয়ে পড়ে

ইংরেজিতে এই পোকাকে বলে গ্রিন লিফহপার। বিজ্ঞানের ভাষায় বলে নেফোটেট্টিক্স ভিরেসেনস

ধান উৎপাদনকারী রাজ্যেই এক মাত্র দেখা যায় এই শ্যামাপোকা, কারণ এদের প্রধান খাবার হল ধানগাছের রস

আপনি কি জানেন বাথরুম-ওয়াশরুম-টয়লেটের মধ্যে পার্থকী কী? উত্তরে চমকাবেন!

পড়তে ক্লিক করুন