গায়ে কাঁটা দেয় কেন জানেন? অবাক হবেন উত্তরে!

Published by  Raima Chakraborty                   28-10-2025

ইংরাজিতে একে বলে Goosebumps, বাংলায় বলে গায়ে কাঁটা দিচ্ছে!

বিশেষ কিছু পরিস্থিতিতে আমাদের ত্বকের রোমকূপগুলি শক্ত হয়ে ওঠে

কাঁটা দেওয়ার ব্যাপারটা প্রত্যেক স্তন্যপায়ীর শরীরেই হয়ে থাকে

ঠান্ডার হাত থেকে ত্বককে বাঁচাতে নিজে থেকেই একটা আবরণ তৈরি করে নেয়। সেই আবরণকেই আমরা কাঁটা বলে থাকি

আসলে এই কাঁটা দেওয়াও হরমোনের ব্যাপার

More Stories.

‘তোমার মুখটা দেখলে মনে হয় একেবারে…’, ‘আশিকি’ নায়িকা অনুকে রেখা এমন কথা বলেছিলেন? কেউ বিশ্বাসই করতে পারে না!

অনেক শিক্ষিত লোকও নাকানি-চোবানি খাবে, আপনি কি জানেন বাথরুম-ওয়াশরুম-টয়লেটের মধ্যে পার্থকী কী? উত্তরে চমকাবেন!

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলের বোন ‘ছুটকি’-কে মনে আছে? এখন কী করেন তিনি জানলে মাথা ঘুরে যাবে!

ঠান্ডা বা ভয়ের কারণে শরীরের হরমোনে উত্তেজনা দেখা দিলে তখনই ত্বক এই আবরণ তৈরি করে

বিজ্ঞানীরা বলছেন, গোটা ব্যাপারটাই স্নায়ুর খেলা। তার সঙ্গে যোগসাজশ রয়েছে স্টেম কোষের

দুয়ে মিলেই ত্বকের রোমদের নিয়ন্ত্রণ করে। কখন তারা মাথা তুলে জেগে উঠবে আবার কখন ঘুমিয়ে পড়বে, সবটাই কড়া হাতে নিয়ন্ত্রণ করে স্নায়ু

কোনও কারণে উত্তেজনা তৈরি হলে বা পরিবেশ-আবহাওয়ার আচমকা বদল হলে সেই বার্তা তারা কোষে পৌঁছে দেয়।  কোষও সক্রিয় হয় আর তার নিয়ন্ত্রণে থাকা রোমেরাও জেগে ওঠে

আমন্ড হৃদয় ও মস্তিষ্ককে বাঁচানোর ‘ব্রহ্মাস্ত্র’, কিন্তু কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার?

পড়তে ক্লিক করুন