‘এক ছোবলেই ছবি’-সবচেয়ে বিষধর সাপ যখন মারল ছোবল 

সাপ দেখে হাতিরা ভয় পেয়ে যায় তারা যাতে ছোবল না মারে তাই তাকে মেরে ফেলে। তবে সব সাপই বিষাক্ত নয়।

চিনে নিন ভারতে পাওয়া সবচেয়ে বিষাক্ত সাপ 

ভারতীয় কোবরার বিষ খুবই বিপজ্জনক এবং  যে কাউকে মেরে ফেলতে পারে

ভারতীয় কোবরার দুটি বিষাক্ত দাঁত রয়েছে। সেই দাঁতগুলিতে সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মাধ্যমে তারা বিষ নিঃসৃত হয়

সাধারণত সাপ পায়ের পাতাতেই বেশি কামড়ায়

কোবরার মারাত্মক বিষে প্রাণও হারান বহু মানুষ

র‍্যাটলস্নেক কখনও খোলা জায়গায় আবার কখনও ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় পাওয়া যায়

র‍্যাটলস্নেক ও কোবরা দু ধরণের সাপের বিষেই মানুষ মারাও যেতে পারে

এই ধরণের সাপ বেশিরভাগ রাতে দেখা যায়, যদি বালি থাকে তবে এটি নিজেকে লুকিয়ে রাখে এবং প্রয়োজনের সময় মাথা বের করে দেয়

কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ।

মালাবার পিট ভাইপার একটি বিষাক্ত সাপ যা দক্ষিণ পশ্চিম ভারত অর্থাৎ গোয়া, কর্ণাটকে পাওয়া যায়

মালাবার পিট ভাইপার নিশাচর এবং দিনের বেলায় সাধারণত নিষ্ক্রিয় হয়, এই সাপ স্রোতের কাছাকাছি পাথর বা গাছে থাকে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন