ট্রেনের টয়লেটের দরজা খুলতেই দেখলেন শুয়ে যাত্রী, উঁকি মারতেই ঘুম উড়ল সকলের! টয়লেটেও এসব?

Published by  Ratnadeep Ray                   26-10-2025

ভারতীয় রেলওয়েতে জনসন্ধান, টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের সমস্যা নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াকে অবাক করেছে।

একজন ব্যক্তি ট্রেনের বাথরুমকে তার “প্রাইভেট কুপে” হিসেবে ব্যবহার করার ভিডিও ভাইরাল হয়েছে। ট্রেনের ভিতরে বসার জায়গা না পেয়ে যাত্রীরা কষ্ট পাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি বাথরুমে রাজাদের মতো বসে ছিল!

বাথরুমে বাংলো নির্মাণ!ভিডিওতে দেখা গেছে, সেই ব্যক্তি রেলওয়ে বাথরুমের দরজা ভিতর থেকে তালা দিয়ে, তার সমস্ত জিনিসপত্র সেখানে রেখেছে। সেই ছোট জায়গাটিকে একটি অস্থায়ী বেডরুমের মতো বানিয়ে নিয়েছে।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা, জানাল হাই কোর্ট

দুবাই থেকে দিল্লিতে যাত্রী, বিমান থেকে নামতেই সন্দেহ হল সকলের! স্ক্যান করতেই বেরিয়ে এল ২০ লাখের ভয়ঙ্কর জিনিস

উপরে লাগেজের উপর বসে বিশ্রাম নিচ্ছিল।তাছাড়া, জানালার বাইরে একটি ভাঁজ করা খাটও রেখেছিল! সেই দৃশ্য দেখে নেটিজেনরা হাসি থামাতে পারেনি।

তবে কিছু লোক এটিকে জনসাধারণের সম্পত্তির অপব্যবহার বলে সমালোচনা করেছে এবং বলেছে যে এই ধরনের কাজ রেলওয়ের পরিচ্ছন্নতাকে ক্ষতিগ্রস্ত করে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটর বলছিলেন: “দীপাবলির সময় ট্রেনগুলিতে কতটা বিশৃঙ্খলা রয়েছে দেখুন! 

কিন্তু এই ব্যক্তির স্টাইল দেখুন — বাথরুম লক করে সেটিকে বেডরুমে পরিণত করেছে। বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে এভাবে ভ্রমণ করছে!”

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হওয়া সত্ত্বেও, ভারতীয় রেলওয়ে কর্মকর্তারা এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জনসাধারণের সম্পত্তি এভাবে ব্যক্তিগতভাবে দখল করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান অধিকার থাকলেও একটা শর্তে কিচ্ছু পাবেন না কন্যারা

পড়তে ক্লিক করুন