বঙ্গললনার কত প্রেম! শেষে বলিউড থেকেই গায়েব

Published by  Salmali Das                   26-10-2025

কলকাতায় জন্ম। দিল্লিতে বড় হওয়া। বঙ্গললনার কেরিয়ার শুরু মডেলিং দিয়ে।

মডেলিংয়ে তিনি শীর্ষস্থান অর্জন করেন এবং তারপর বলিউডে। বলিউডে রাজত্ব করতে শুরু করেন বিপাশা বসু।

কিন্তু গত বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে বিপাশা।

যে নায়িকা একসময় তার সৌন্দর্য এবং ফিটনেস দিয়ে নজর কাড়তেন, এখন যদিও অনেকটা বদলেছে তিনি।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

বিপাশাকে দেখে বিনোদ খান্না ১৯৯৭ সালের হিমালয় পুত্র ছবিতে অক্ষয় খান্নার বিপরীতে তাঁকে নিতে চেয়েছিলেন। কিন্তু বিপাশা সেই সময় ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন।

তাঁর মনে হয়েছিল যে, তিনি এখনও অনেক ছোট। এর পর জয়া বচ্চনও পুত্র অভিষেক বচ্চনের বিপরীতে তাঁকে নিতে চেয়েছিলেন। কিন্তু তাও সম্ভব হয়নি।

এক সময় ডিনো মরিয়া, জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। শোনা গিয়েছিল, ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গেও ছিল তাঁর গাঢ় রসায়ন।

বিপাশা অবশেষে ববি দেওল, অক্ষয় কুমার এবং করিনা কাপুর অভিনীত ‘আজনবি’ (২০১১) সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।

তারপর এমন একটা সময় এল যখন বিপাশা অনেক ফ্লপ ছবি দেন। ২০১৬ সালে তিনি অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এখন তাঁদের একটি মেয়ে রয়েছে।

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন