একটি MMS শেষ করে দিল এই বঙ্গতনয়ার কেরিয়ার

রিয়া সেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি। 

অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন সিনেমার জগতে তাঁর জায়গা তৈরি করেছিলেন।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিষ্ণু’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন রিয়া।

রিয়া সেন তাঁর বলিউড ক্যারিয়ারে ডজনখানেক সিনেমা করেছেন, কিন্তু বেশিরভাগ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।

More Stories.

শরীর থেকে তারিয়ে দেবে খারাপ কোলেস্টেরল! পাতে রাখুন কালো ‘৫’ খাবার! মুঠোয় থাকবে LDL / HDL

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

২০১৭ সালে অভিনেত্রী শিবম তিওয়ারির সঙ্গে বিয়ে করেছিলেন। বিয়ের আগে অভিনেত্রী তার সম্পর্ক নিয়েও বেশ আলোচনায় ছিলেন।

২০০৫ সালে, অভিনেত্রীর তৎকালীন প্রেমিক আমিশা প্যাটেলের ভাই অশ্মিত প্যাটেলের সঙ্গে এমএমএস ফাঁস হয়ে যায়। 

দুই ক্রিকেটার যুবরাজ সিং এবং শ্রীসান্থের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে কানাঘুষো শোনা যায়।

অভিযোগ, এই কারণেই রিয়া এবং অশ্মিতের সম্পর্কও শেষ হয়ে যায়। রিয়া অভিযোগ করেছিলেন যে অশ্মিত তার এমএমএস ফাঁস করেছিলেন।

সূত্রের খবর, এই এমএমএস কেলেঙ্কারির পর, রিয়ার ক্যারিয়ার খারাপ হতে শুরু করে।

শরীর থেকে তারিয়ে দেবে খারাপ কোলেস্টেরল! পাতে রাখুন কালো ‘৫’ খাবার! মুঠোয় থাকবে LDL / HDL

পড়তে ক্লিক করুন