আসরানির পারিবারিক জীবন থেকেছে খ্যাতির আড়ালে

Published by  Salmali Das                   22-10-2025

বলিউডে আসরানি নামেই পরিচিত, পুরো নাম গোবর্ধন আসরানি। তিনি আর এই পৃথিবীতে নেই।

গোবর্ধন আসরানি বলিউডের সেই কিংবদন্তিদের মধ্যে একজন, যিনি নিজের পরিবারকে লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন।

ভারত-পাকিস্তান বিভাগের পর তাঁর বাবা জয়পুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কার্পেট বিক্রির ব্যবসা শুরু করেন।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং রাজস্থান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা  জীবনেই তিনি জয়পুরের অল ইন্ডিয়া রেডিওতে একজন কণ্ঠশিল্পী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

আসরানির সাত ভাইবোন রয়েছে: চার বোন এবং তিন ভাই। যৌথ পরিবারে বেড়ে ওঠা আসরানি সর্বদা পারিবারিক মূল্যবোধ বুঝতেন, সর্বদা এই বন্ধন বজায় রেখেছিলেন।

আসরানি রেখে গিয়েছেন স্ত্রীকে- তিনি এবং মঞ্জু আসরানি ৫০ বছরেরও বেশি সময় ধরে বিবাহিত। মঞ্জু সর্বদা স্বামীর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় সমর্থক ছিলেন।

এই দম্পতি ‘তপস্যা’, ‘চাঁদি সোনা’, ‘জান-এ-বাহার’, ‘নালায়ক’, ‘সরকারি মেহমান’, ‘নারদ বিবাহ’ এবং ‘চোর সিপাহি’-র মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

আসরানি এবং মঞ্জুর সন্তান আছে কি না তা স্পষ্ট নয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তাঁদের কোনও সন্তান নেই। অনেকে দাবি করেছে যে, তাঁদের ছেলে নবীন আসরানি আহমেদাবাদের একজন দন্ত চিকিৎসক।

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন