কোটি টাকার মালিক বলি হিরোর হিট মাত্র ১টি

                   Published by – Salmali Das                    23-01-2026

অনেক অভিনেতা বলিউডে প্রবেশের আগে টেলিভিশনের মাধ্যমে তাঁদের ক্যারিয়ার শুরু করেছিলেন। শাহরুখ খান, বিদ্যা বালান এবং ইরফান খান থেকে সকলের নামই আছে সেই তালিকায়।

তিনিও এমন একজন অভিনেতা যিনি টিভিতে সফল ক্যারিয়ার থাকার পরেও বলিউডে একটি মাত্র ছবি হিট দিয়েছেন। আমরা যে অভিনেতার কথা বলছি তিনি আর কেউ নন করণ সিং গ্রোভার।

তিনি ২০১৬ সালে বলিউড সেনসেশন বিপাশা বসুকে বিয়ে করেন। করণ সিং গ্রোভার দিল্লির এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে সৌদি আরবে চলে যান।

তিনি সৌদি আরবের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেন এবং তারপর মুম্বইয়ের একটি ইনস্টিটিউট থেকে হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি লাভ করেন।

More Stories.

সিলিন্ডারে ঠিক ‘কতটা’ গ্যাস বাকি? ২ মিনিটের ‘নিনজা’ উপায়়ে বুঝে নিন আর কতদিন যাবে রান্নার গ্যাস? ঠকতে হবে না আর

মাত্র ১০টাকা খরচ! মিনিটে ঝকঝকে-তকতকে! নিজের মুখ দেখতে পাবেন! এইভাবে পরিষ্কার করুন বাথরুমের কোমড

ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

টিভি ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি ওমানের শেরাটন হোটেলে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।

ভারতে ফিরে আসার পর, করণ সিং গ্রোভার একজন মডেল হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন। ২০০৪ সালে এমটিভি শো, কিটনি মাস্ত হ্যায় জিন্দেগির মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন।

তিনি ঝলক দিখলা জা ৩, নাচ বালিয়া ৩ এবং খাতরি কে খিলাড়ি ৩-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। টিভিতে সাফল্য পাওয়ার পর, অভিনেতা ‘ভ্রম’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

২০১৫ সালে, হেট স্টোরি ৩ অভিনেতার জন্য যুগান্তকারী হিসাবে প্রমাণিত হয়েছিল। এটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। এই ছবিতে করণ সিং গ্রোভার, শারমন জোশি, জারিন খান এবং ডেইজি শাহ প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

করণ সিং গ্রোভারের প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। অভিনেতার দ্বিতীয় বিয়ে ছিল অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে। ২০১৫ সালে তিনি তৃতীয়বার বিয়ে করেন বিপাশা বসুকে।  

ঠাকুমা-দিদিমাদের ‘ধন্বন্তরি’ টোটকা…! সর্দি-কাশি হলেই বাচ্চাকে খাওয়ান ‘এক’ চামচ এই মশলা! আজীবন ফিট থাকবে সন্তান!

পড়তে ক্লিক করুন