কেউ যদি নিজের স্ত্রীর নামে পোস্ট অফিসে ২ বছরের এফডিতে ২ লাখ টাকা জমা করেন, তাহলে ম্যাচিউরিটির সময় কত টাকা পাওয়া যেতে পারে।
পোস্ট অফিস ১ বছরের টিডিতে ৬.৯০ শতাংশ, ২ বছরের টিডিতে ৭.০ শতাংশ, ৩ বছরের টিডিতে ৭.১ শতাংশ এবং ৫ বছরের টিডিতে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে।
স্ত্রীর নামে পোস্ট অফিসে ২ বছরের টিডি স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটিতে মোট ২,২৯,৭৭৬ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা হবে।
পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে এবং এর কার্যকারিতার উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে।