স্ত্রীর নামে পোস্ট অফিসে ২ বছরের FD করলে মিলবে মোটা রিটার্ন 

পোস্ট অফিসে স্ত্রীর  নামে FD করলে কী  সুবিধা পাওয়া যাবে ?

পোস্ট অফিস এখনও আগের মতোই গ্রাহকদের বাম্পার সুদ দিচ্ছে। 

কেউ যদি নিজের স্ত্রীর নামে পোস্ট অফিসে ২ বছরের এফডিতে ২ লাখ টাকা জমা করেন, তাহলে ম্যাচিউরিটির সময় কত টাকা পাওয়া যেতে পারে।

পোস্ট অফিসের এফডি আসলে টিডি অর্থাৎ টাইম ডিপোজিট নামে পরিচিত।

পোস্ট অফিস তার গ্রাহকদের টিডি অ্যাকাউন্টে ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

পোস্ট অফিস ১ বছরের টিডিতে ৬.৯০ শতাংশ, ২ বছরের টিডিতে ৭.০ শতাংশ, ৩ বছরের টিডিতে ৭.১ শতাংশ এবং ৫ বছরের টিডিতে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে।

কেউ যদি ২,০০,০০০ টাকা জমা করেন, তাহলে ২৯,৭৭৬ টাকা ফিক্সড সুদ পাওয়া যাবে

স্ত্রীর নামে পোস্ট অফিসে ২ বছরের টিডি স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটিতে মোট ২,২৯,৭৭৬ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা হবে।

পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে এবং এর কার্যকারিতার উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে।

পড়তে ক্লিক করুন