পুলিশ সূত্রে জানা গেছে,গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে ছয় লক্ষ।এছাড়া প্রায় ১৫-১৬ টি ডেবিট ও ক্রেডিট কার্ড পাওয়া গেছে গাড়ি থেকে। উদ্ধার হয়েছে একটি আইফোন সহ চারটে মোবাইল ফোন।এছাড়াও উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও একটি ট্যাব।১৯ নং জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসিট টোল প্লাজার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। থরে থরে সাজানো টাকার বান্ডিল৷ আর সেই বান্ডিল বান্ডিল টাকা ফেলে রেখেই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কোথায় ঘটল এমন ঘটনা? পুলিশ দেখেই নম্বর প্লেটহীন গাড়িটি রেখে চম্পট দেয় বেশ কয়েক জন যুবক!পুলিশি তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা,আইফোন সহ একাধিক মোবাইল,ল্যাপটপ ও প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড।
Last Updated: Jan 16, 2026, 16:18 IST


