বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ অবশেষে ফিরলেন নিজের শহরে। শুক্রবার সকালে দিল্লি থেকে ১০টার ফ্লাইট ধরে দুপুর বারোটা নাগাদ তিনি এসে পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে থেকেই শুরু হয় শিলিগুড়ির উন্মাদনা। শহরের মেয়র গৌতম দেবসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানাতে। রিচাকে বিমানবন্দরে দেখা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিড়। ফুলের মালা, জাতীয় পতাকা আর ঢাকঢোলের তালে তালে ‘রিচা ঘোষ জিন্দাবাদ’ ধ্বনি শোনা যায় চারদিকে। বিমানবন্দর থেকে খোলা গাড়িতে করে সুভাষ পল্লীর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে পথে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তার এক ঝলক দেখার অপেক্ষায়।
Last Updated: Nov 07, 2025, 17:19 IST


