?>
corona virus btn
corona virus btn
Loading

মহিষাদলের কালী পুজোয় মিশে রয়েছে দেশভাগের যন্ত্রণা

Bangla Editor | News18 Bangla | 08:31:49 PM IST Nov 02, 2018

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চক্রবর্তী বাড়ির কালীপুজো শুরু হয়েছিল ওপার বাংলায়। দেশভাগের পর এপারে চলে এলেও দীর্ঘদিন কোনও এক জায়গায় থিতু হয়নি পরিবার। ঠিকানা হয়েছে এক জেলা থেকে আরেক জেলায়। ফলে প্রায় বছর বছর বদলেছে কালীপুজোর স্থান। তবে পঞ্চাশ বছর ধরে মহিষাদলেই হচ্ছে পুজো। মহিষাদলের চক্রবর্তী বাড়ির পুজো তিনশো বছরের পুরোন। ঢাকার গলাচিবা গ্রামে পুজোর সূচনা হয়েছিল। এরপর দেশভাগের কারণে চক্রবর্তী পরিবার পৈত্রিক ভিটে ত্যাগ করে চলে আসে পশ্চিমবঙ্গে। বুকে দেশভাগের যন্ত্রণা থাকলেও ছেদ পড়েনি কালীপুজোয়।

লেটেস্ট ভিডিও