East Bardhaman News: শীত হোক বা গ্রীষ্ম গরমাগরম কফি বা চায়ের 'না' বলেন এমন বাঙালি বোধ হয় খুব কমই আছেন। বিশেষত শীতের সন্ধ্যায় এক কাপ উষ্ণ কফি বা চা মানেই একরাশ স্বস্তি। এবার তাতে এল নলেন গুড়ের স্পেশাল ফ্লেভার।