শ্রীরামপুরে দাঁড়িয়েই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঙ্কার ছুড়লেন বিজেপি নেতা এভং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার৷ এসআইআর নিয়ে সুকান্ত এবং কল্যাণের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হল৷ শ্রীরামপুরের সাংসদের উদ্দেশে সুকান্ত মজুমদার বলেন, 'কল্যাণ বন্দোপাধ্যায়ের দম্ভ চূর্ণ করে যাঁরা আজ এখানে উপস্থিত হয়েছেন তাঁদের কুর্নিশ। একটাই বার্তা, আজ কল্যাণ বন্দোপাধ্যায়ের মতো ছুঁচোদের ভয় পাবেন না, এদের মাড়িয়ে যেতে হয়। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি। আয় কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা ৷ কুকুর মুগুড়ে ভক্ত।'
Last Updated: October 18, 2025, 17:12 IST