পুরুলিয়ায় জলের তোড়ে ভেসে গেল পিক আপ ভ্যান৷ পুরুলিয়ার বান্দোয়ানে এই ঘটনাটি ঘটে৷ প্রাণের ঝুঁকি নিয়ে আমলি নদী পার হতে গিয়েই ঘটে এই বিপত্তি৷ দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন৷ গাড়িটি প্রথমে কজওয়ের উপরে আটকে যায়৷ তখনই নেমে যান যাত্রীরা৷ এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ভেসে যায়৷ বান্দোয়ান থেকে গালুডিগামী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে৷
Last Updated: August 23, 2025, 20:54 IST