দশ টাকার মিষ্টির যুগে আড়াই টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ 'খেজুর মিষ্টি'

Last Updated : দক্ষিণবঙ্গ
মাত্র আড়াই টাকাতে ছানার তৈরি মিষ্টি, ভাবতে পারেন! যে মিষ্টি আবার এলাকায় জনপ্রিয়তা লাভ করেছে 'খেজুর মিষ্টি' নামে। ছানা, খোয়া ও চিনির সংমিশ্রনে তৈরি এই ছোট ছোট মিষ্টি দেখতে একেবারে খেজুরের মত, স্বাদেও তেমনই আলাদা। অনেকেই বলেন, এই মিষ্টির প্রতিটি কামড়ে যেন খেজুরের স্বাদ ও গন্ধ মিশে রয়েছে। তবে অবিশ্বাস্য দামের এই সুস্বাদু মিষ্টি খেতে হলে আপনাকে আসতে হবে পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত তালাজুড়ি এলাকাতে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
দশ টাকার মিষ্টির যুগে আড়াই টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ 'খেজুর মিষ্টি'
advertisement
advertisement