আট হাত। খ্যাঁদা নাক। তবু তিনি নাকি জাগ্রত। দেউলেশ্বরের লোকেরা তাঁকে পেন্নাম ঠোকেন নিত্যদিন। পুজিত হন সকাল-বিকেল। পাঁচদিনের শারদোৎসবে নবমীর দিন তাঁকে ঘিরেই সবকিছু। তিনি পার্বতী। পুজো আসছে। আর নবমীর পুজোর জন্য তৈরি হচ্ছে বোলপুরের এই গ্রাম।
Last Updated: October 02, 2018, 21:31 IST