হাওড়ার ডোমজুড়ের সাঁপুইপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি৷ গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল ওরফে বাবু৷ বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন দেবব্রত মণ্ডল৷ রাতে সেই বিয়ে বাড়ি থেকে বেরোতেই এক দুষ্কৃতী খুব কাছ থেকে তৃণমূল নেতাকে গুলি করে৷ সেই সময় ওই তৃণমূল নেতার সঙ্গে তাঁর সাত থেকে আট জন সঙ্গীও ছিলেন৷ তাঁর বাঁ হাতের কনুইয়ের পাশে একটি গুলি লাগে৷ দ্বিতীয় গুলিটি লাগে তাঁর কোমরের কাছে৷ রাতেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়৷ আজ সকালেই এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করার কথা৷ একটি গুলি দেবব্রত মণ্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়৷ দুটি গুলি তাঁর শরীরে লাগে৷
Last Updated: November 28, 2025, 17:17 IST