Gosaba tiger : গোসাবায় খাঁচাবন্দি বুড়ো বাঘের চলছে চিকিৎসা, কবে ছাড়া হবে জঙ্গলে?দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 01:38:32 PM IST Jan 13, 2022

খাঁচাবন্দি গোসাবার বাঘ। ২৪ ঘণ্টার মধ্যে মথুরাখণ্ডে খাঁচাবন্দি করা হয়েছে বাঘটিকে। গতকাল সেখানে পায়ের ছাপে আতঙ্ক ছড়ায়। একাধিক গবাদি পশু হত্যা করে বাঘটি। তবে ভাঘটির যথেষ্ট বয়স্ক। বয়সের ভারে শিকার করতে অক্ষম। তাই চলছে তার চিকিৎসা। জঙ্গলা ছড়া নাও হতে পারে।

লেটেস্ট ভিডিও