#EgiyeBangla: দিদিকে বলো-তে ফোন, অপারেশনের জন্য জন্য আর্থিক সাহায্য পেল খড়গপুরের কমলজিৎ

Bangla Editor | News18 Bangla | 10:45:29 AM IST Dec 21, 2019

দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে সুফল পেল খড়গপুরের সিং পরিবার। ১৭ বছরের ছেলে কমলজিৎ সিং-এর সারা শরীরে রক্ত জমাট বেঁধে যায়। এরপর ব্রেন স্ট্রোক হয় কমলজিতের। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা। সাহায্যের জন্য দিদিকে বলোতে ফোন করে কমলজিতের পরিবার। মহকুমা শাসকের দফতর থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

লেটেস্ট ভিডিও