একটা একটা করে দিন গড়াচ্ছে। পুজোর আর কটাই বা দিন বাকি! বারোয়ারি, বনেদি বাড়িতে প্রস্তুতি জোরদার। হুল্লোড়ে মেতে উঠতে প্রস্তুত বাঙালিও। কিন্তু যাঁদের গলায় মন্ত্র শুনে খুশি হবেন উমা, প্রস্তুতি নিচ্ছেন তাঁরাও। পুঁথিপত্র ঝেড়ে নিয়ে পুরোহিতরা বসে পড়েছেন মন্ত্র আওড়াতে। আর যাঁদের এই পেশায় সবে হাতেখড়ি, তাঁরাও দুর্গাপুজোর মন্ত্র শিখতে বসে পড়েছেন।
Last Updated: Sep 05, 2019, 12:18 IST


