গত ছ'মাস ধরে মহিষাদলের ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার বাসিন্দা আয়েশা বিবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন না। অভিযোগ, সরকারি ওয়েবসাইটে তাঁকে মৃত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে ছোটাছুটি করেও কোনও লাভ হয়নি। শেষমেশ আয়েশা বিবির সমস্যার কথা তুলে ধরা হয় নিউজ18 বাংলায়। আর তার কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হল।
Last Updated: Dec 28, 2023, 18:02 IST


