ব্যতিক্রম ঘাটাল ও ওয়ালস হাসপাতাল, রাজ্যুজুড়ে গণপ্রতিবাদের মধ্যেও সচল

Bangla Editor | News18 Bangla | 06:20:50 PM IST Jun 13, 2019

এনআরএসের জুনিয়র ডাক্তারকে মারধরের প্রতিবাদে একজোট রাজ্যের চিকিৎসকরা। একদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, অন্যদিকে তাঁদের সিনিয়রদের গণছুটি। দুইয়ের জেরে বুধবার দিনভর স্তব্ধ থাকল জেলায় জেলায় হাসপাতালগুলির আউটডোর। চিকিৎসক না থাকায় ফিরতে হল রোগী ও তাঁদের আত্মীয়দের।

লেটেস্ট ভিডিও