Viral Video: রাজ্যের পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের এক বিচিত্র রূপ দেখা গেল গ্রাম বাংলার আনাচে কানাচে। একদিকে যখন একের পর এক বোমাবাজি, গুলি, রক্তারক্তিতে রণক্ষেত্র হল বুথের পর বুথ অন্যদিকে তেমনই হিংসার বলি হতে হল একের পর এক ব্যালট বাক্সকে।
Last Updated: Jul 08, 2023, 20:17 IST


