Bangla News: শহর কলকাতার মতো জেলাতেও শুরু হয়েছে বেআইনি হকার উচ্ছেদ। হকার উচ্ছেদ শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ারে। তবে এখানেও উচ্ছেদের মাঝেই পুনর্বাসনের কথা জানালেন মহকুমা শাসক। আগামী কযেকদিন এই অভিযান চলবে বললেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর। তবে দোকান ভাঙায় কান্নায় ভেঙে পড়লেন হকার।
Last Updated: Jun 30, 2024, 18:58 IST


