Cyclone Mocha Update: সাইক্লোন মোকার জেরে ছারখার জীবন, কোন জেলায় কী প্রভাব

Bangla Digital Desk | News18 Bangla | 06:51:38 PM IST May 10, 2023

Cyclone Mocha Update | রাজ্যে মোকার প্রভাব পড়বে না। ১০ মে রাতে ঘূর্ণিঝড় মোকা তৈরি হবে। ১১ মে ঘূর্ণিঝড় ঘণিভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১২ মে-র পর ঘূর্ণিঝড় মোকা যাবে Bangladesh – Mayanmar এর দিকে। ১৪ মে ককস্ বাজার ও মায়ানমারের মাঝে ল্যান্ডফল হবে। এদিকে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা আবহাওায়া দফতরের। ১০-১১ মে সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৩ মে উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। ১৪ মে দুই 24 Pargana, Purba Medinipur এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।  দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)।

লেটেস্ট ভিডিও