নয়াদিল্লিতে লাল কেল্লা বিস্ফোরণে এবার তুরস্ক যোগ। তুরস্কে গিয়েছিল অভিযুক্ত ডাঃ উমর নবি, সেখানে গিয়েই বদলে যায় তার জীবন। ইংরাজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সূত্রের খবর, অভিযুক্ত উমর নবি দুটো টেলিগ্রাম গ্রুপে যুক্ত ছিল সেখান থেকেই চিকিৎসক মৌলবাদ এবং সন্ত্রাসবাদে নাম লেখায়। ওই দুই গ্রুপ চালায় জয়শ-ই-মহম্মদের এক পাকিস্তানি সন্ত্রাসবাদী। লাল কেল্লায় যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল, ওই গাড়িটি চালাচ্ছিল ডাঃ নবি। নবির সঙ্গে সেখানে পরিচয় হয় ইমাম ইরফান আহমেদ ওয়াগার। বেশ কয়েক জন চিকিৎসকের মগজধোলায় করার নেপথ্যে এই ওয়াগা রয়েছে বলে মনে করা হচ্ছ।
Last Updated: Nov 13, 2025, 00:36 IST


