ভোটের মুখেই মুখ্য কমিশনার বদল, সুনীলের দায়িত্ব নেবেন সুশীল

Bangla Editor | News18 Bangla | 01:53:23 PM IST Feb 27, 2021

পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করলেও, ফলপ্রকাশের আগেই অবসর নিতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সব ঠিক থাকলে অরোরার কাছ থেকে দায়িত্ব নিতে চলেছেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। সাধারণত ভোট ঘোষণার দিন ও ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার। কিন্তু ভোটের মাঝখানে, ১৩ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ফলে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর শেষ সাংবাদিক বৈঠক ছিল। তাই স্মৃতিমেদুর অরোরা কর্মজীবনের প্রান্তে এসে তাঁর মায়ের প্রিয় একটি উর্দু শায়ের শোনান সাংবাদিকদের।

লেটেস্ট ভিডিও