EXCLUSIVE: পরপর দু'বার সিবিআইয়ের কর্তা অপসারণে প্রশ্নচিহ্ন রাহুলের

Bangla Editor | News18 Bangla | 04:54:31 PM IST Jan 13, 2019

News 18 কে দেওয়া Exclusive সাক্ষাৎকারে বিস্ফোরক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সিবিআই বিতর্ক নিয়ে আরও একবার বিঁধলেন মোদিকে ।

রাহুলের প্রশ্ন,দু'বার করে সিবিআই প্রধানকে সরানোর জন্য এত তৎপরতা কেন ? রাত ১.৩০ টার সময় হঠাৎ করে প্রধানমন্ত্রী সিবিআই প্রধানকে অপসারিত করার সিদ্ধান্ত কেন নিচ্ছেন? রাহুলের দাবি, গোটা দেশ জানে সিবিআই প্রধান রাফাল দুর্নীতির তদন্ত করতে উদ্যোগী হয়েছিলেন ও সেইজন্যই তাঁর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল । যে মুহূর্তে তিনি তদন্ত শুরু করার প্রস্তুতি নিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে সরিয়ে দিলেন।

লেটেস্ট ভিডিও