বিহার থেকে আগত এক পুণ্যার্থীর পরিবার জানিয়েছেন, চোখের সামনেই সব শেষ হয়ে গেল। চারজন মিলে তারা নদীর ধারে শুয়ে ছিলেন। রাতে হুড়োহুড়িতে শিশু আহত হন। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্য সদস্য পরে যান। আর তখনই তার ওপর দিয়ে মানুষ চলে যেতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
Last Updated: January 29, 2025, 20:04 IST