Goa Election Results 2022: ৪০ আসনের গোয়ায় সরকার গড়া নিয়ে ফের অনিশ্চয়তা

Bangla Digital Desk | News18 Bangla | 01:01:33 PM IST Mar 10, 2022

গোয়ার রাজনীতিতে ফের ডামাডোলের ইঙ্গিত। বিধানসভা নির্বাচনে কোনও দলই  একক ভাবে ক্ষমতা দখলের অঙ্কে পৌঁছতে পারছে না বলেই ইঙ্গিত মিলছে। ক্রমে চমকে দিচ্ছে গোয়ার রাজনীতি। গণনা যখন একের পর এক রাউন্ড গড়িয়েছে, কখনও দেখা গিয়েছে ২০-২১-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে কংগ্রেস, কখনও আবার কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। তবে শেষ পর্যন্ত এক বৃহত্তম দল হিসাবে ১৮-১৯ আসনে এসে আটকে গিয়েছে গেরুয়া শিবির, কমে কখনও হয়েছে ১৭ আসনও। আবার কংগ্রেস কংগ্রেস ঘুরে বেড়িয়েছে ১৩-১৪-১৫ আসনের কাছাকাছি। তবে গোয়ায় তিনটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল জোট।

লেটেস্ট ভিডিও