Delhi Water Crisis: রাজধানীতে জল-সঙ্কট চরমে, পড়শি তিন রাজ্য থেকে জল চাইল দিল্লি সরকার

Last Updated : দেশ
লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। একইসঙ্গে শুরু হয়েছে চরম জলকষ্ট। ত্রাহি মধুসূদন হাল রাজধানী দিল্লিতে। জলের সঙ্কট চরমে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় এবার পড়শি তিন রাজ্য থেকে জল চাইল দিল্লি সরকার। হরিয়ানা থেকে জলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। উত্তরপ্রদেশ ও হিমাচলপ্রদেশ থেকেও জল আনার আর্জি জানিয়েছে দিল্লি। এমন হাল হয়েছে যে জলের জন্য হাহাকার শুরু করেছে দিল্লিবাসী। পরিস্থিতি রীতিমতো সঙ্কটজনক। দেখুন জলের ট্যাঙ্ক আসতেই যা করে বসলেন কিছু মানুষ।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দেশ/
Delhi Water Crisis: রাজধানীতে জল-সঙ্কট চরমে, পড়শি তিন রাজ্য থেকে জল চাইল দিল্লি সরকার
advertisement
advertisement