Republic Day 2022: এবারও প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোকে 'না' মোদি সরকারের, তীব্র কটাক্ষ তৃণমূলের

Bangla Digital Desk | News18 Bangla | 01:04:21 AM IST Jan 16, 2022

প্রজাতন্ত্র দিবসে এবারও বাংলার 'ট্যাবলো' প্রত্যাখ্যান করল কেন্দ্রীয় সরকার! ২৬ জানুয়ারি রাজধানীর রাজপথে সেনার কুচকাওয়াজ শোভাযাত্রায় এবারও থাকবে না বাংলার ট্যাবলো। ২০২০ সালেও ‘কন্যাশ্রী’র মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও বাদ গিয়েছিল। আগামী ২৩ জানুয়ারি ‘চূড়ান্ত মহড়া’। এবার সাধারণতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবারের ট্যাবলোর বিষয় ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।

লেটেস্ট ভিডিও