বিয়ে তারপর রিসেপশন৷ চোখধাঁধানো বিয়ে দেখল গোটা বিশ্ব। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে কে উপস্থিত ছিলেন না! পৃথিবীর শীর্ষ নেতা-নেত্রী, শিল্পপতি থেকে শুরু করে পর্দার তারকারা, প্রত্যেকের উপস্থিতিই যেন চিরস্মরণীয়। এবার বিদাই অনুষ্ঠানের পালা। চোখে জল কনে রাধিকার। কেঁদে ফেলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও।পুত্রবধূর চোখে জল দেখে শ্বশুরও আবেগতাড়িত হয়ে পড়েছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, আবেগপ্রবণ রাধিকা তাঁর স্বামী অনন্তর পাশে হাঁটছেন। পরিবারের সদস্যদের হাতে চাল ভরা থালা। নববধূ শ্বশুরবাড়ি যাওয়ার আগে সেই চাল নিজের বাড়িতে বর্ষণ করবেন।
Last Updated: July 14, 2024, 21:48 IST