Bangla News: শুকনা সিআরপিএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে মৃত নদিয়ার রাজীব মন্ডল

Bangla Digital Desk | News18 Bangla | 01:35:17 PM IST Nov 09, 2021

দেবগ্রাম:সহকর্মীর গুলিতে মৃত শুকনা সিআরপিএফ ক্যাম্পে নদিয়ার দেবগ্রামের রাজীব মন্ডল। আজ সকালে এখবর নদিয়ার দেবগ্রামের বাড়িতে পৌছাতেই কান্নায় ভেঙ্গে পরে তার পরিবারসহ গোটা এলাকাবাসী। ২০১১ সালে সিআরপিএফ এ চাকরি পায় রাজিব। তার স্ত্রী ছাড়াও দুটি সন্তান রয়েছে। স্বাভাবিকভাবেই রাজীবের মৃত্যুতে নেমে এসেছে গোটা এলাকায় শোকের ছায়া। হাঁসখালি:বাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবাদী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে খুন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার হাঁসখালি থানার ছোট চুপড়ি গ্রামে।বাজি ফাটানো শব্দে শিশুরা ভয়ে কান্না করছে তারই প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন এক প্রতিবাদী বৃদ্ধ।মৃত ব্যাক্তির নাম সুভাষ বিশ্বাস ।তার বাড়ির সামনে,ওই দিন আনুমানিক দশটা নাগাদ বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী বেশ কয়েকজন ব্যক্তি। তার বাড়িতে ছোটো বাচ্চা ভয়ে কান্না করছিলো তাই সুভাষ বিশ্বাস তাদের বাজি ফাটাতে নিষেধ করে।তখন অভিযুক্তরা সুভাষ বিশ্বাসকে বাড়ির মন্দিরের সামনে টেনে নিয়ে এসে মারধর করে এবং হাসুয়া দিয়ে মাথায় এবং শরীরে এলোপাথাড়ি কোপায়। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতাল এবং পরবর্তীতে নীলরতন মেডিকেল কলেজ কলকাতা তে নিয়ে যাওয়া হয় এবং গত শনিবার তার মৃত্যু হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও