Nadia News- ফুলিয়া স্টেশনের কাছেই রেল লাইনের ধারে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ।

Bangla Digital Desk | News18 Bangla | 08:49:41 PM IST Jan 17, 2022

#নদিয়া: ফুলিয়া স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ফুলিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন প্ল্যাটফর্ম নম্বর এক এবং দুই নম্বর রেললাইন দিয়ে সচরাচর ট্রেন চলাচল হয়ে থাকে। তিন নম্বর রেললাইনটি রেল কর্তৃপক্ষ ইনস্পেকশন অথবা অন্যান্য বিশেষ প্রয়োজনে ব্যবহার করে থাকে। আর সেই রেল লাইনের উপরেই গতকাল রাত থেকে একটি কম্বল চাপা দেওয়া অবস্থায় কেউ একজন শুয়ে আছে এমনটাই লক্ষ্য করেছেন অনেকেই। আজ সকাল নটা পর্যন্ত সময় অতিক্রান্ত হলেও নড়াচড়া করেনি দেখে, এলাকার স্থানীয় দোকানদাররা লক্ষ্য করেন পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর আরপিএফকে খবর দিলে তারা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোন পরিচয় পত্র পাওয়া যায়নি।

লেটেস্ট ভিডিও