কাবুলিওয়ালার দিন কাটছে চিন্তায়, সঙ্গে সারাদিন

Bangla Editor | News18 Bangla | 08:53:35 PM IST Aug 21, 2021

চোখের সামনে দেখেছেন তালিবানি রাজত্ব। দেখেছেন তাদের নৃশংসতা, অত্যাচার। বর্তমানে তিনি ভারতের বাসিন্দা। থাকেন পানাগড়ের পাঠানপাড়ায়। ছোটখাটো ব্যবসা রয়েছে নিজের। সংসার পেতেছেন এই দেশেই। তবে জন্মভূমি আফগানিস্তানে আর ফিরতে চান না হাকিব খান। তালিবানদের অত্যাচার আর প্রত্যক্ষ করতে চাননা তিনি। কাবুলে থাকা বাবা মায়ের কাছে তার অনুরোধ, তারা যেন নিজেদের ঘরবন্দি করে রাখেন। যদি খেতে নাও পান, তবুও যেন কয়েকদিন বাড়ি থেকে না বের হন তারা।

লেটেস্ট ভিডিও