বিজেপিকে করোনা বলে কটাক্ষ সোহমের

Bangla Digital Desk | News18 Bangla | 04:06:26 PM IST Apr 22, 2021

পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের  সমর্থনে সোহম চক্রবর্তী  ও সায়ন্তিকা ব্যানার্জী আসানসোল এস বি গড়ায় রোডে বুধা মাঠে নির্বাচনী জনসভা করলেন।  মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোহম বলেন এই নির্বাচনে দুটি ভাইরাসের সঙ্গে লড়াই হচ্ছে। একটা কোভিড অন্যটা বিজেপি। তিনি বলেন এই দুই ভাইরাসকে তাড়াতে হবে। তাই কোভিড ভ্যাকসিন নিয়ে কোভিড কে তাড়াতে হবে, আর জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে তাড়াতে হবে। এদিকে সায়ন্তিকা ব্যানার্জী মঞ্চে উঠেই প্রথমে সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করেন তারপর তিনি বলেন খালি পেটে রাম নাম আর গ্যাসের দাম ৯০০ পার।

লেটেস্ট ভিডিও