সোয়াদিঘি খাল সংস্কারের দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ

Bangla Digital Desk | News18 Bangla | 08:57:54 AM IST Sep 10, 2021

সোয়াদিঘি খাল সংস্কারের দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ। তমলুক:  তমলুকে সোয়াদিঘি খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। দীর্ঘ 22 কিলোমিটার সোয়াদিঘি খাল বহু বছর ধরে সংস্কারের অভাবে বদ্ধ হয়ে গেছে। বর্ষায় জল নিকাশি ব্যবস্থা করুণ পরিণতির জন্য তমলুক কোলাঘাট শহীদ মাতঙ্গিনী ও পাঁশকুড়া ব্লকের ১০০ টি মৌজার মানুষ প্রতিবছরই ভুক্তভোগী। এলাকার পান ধান থেকে পুকুরের মাছ নষ্ট হয় প্রতিবছর বর্ষার জলে। খাল সংস্কারের দাবিতে তাই ৯ সেপ্টেম্বর বিকেলে সেচ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় চারটি ব্লকের সাধারণ মানুষ।

লেটেস্ট ভিডিও