পাঁচদিনের মাথায় আবারও ভেঙে পড়ল মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ

Bangla Digital Desk | News18 Bangla | 09:10:26 PM IST Sep 23, 2021

পাঁচদিনের মাথায় আবারও ভেঙে পড়ল মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ মহিষাদল:   ১৮ সেপ্টেম্বর বিকট আওয়াজ সহকারে আচমকা ভেঙ্গে পড়ল শতাব্দী প্রাচীন মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ। সেই ঘটনার পাঁচদিনের মাথায় আবার ভেঙে পড়লো মহিষাদল রাজবাড়ীর সিংহদুয়ারের একাংশ। বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় মানুষজন। এরপর তারা এসে দেখতে পান শতাব্দীপ্রাচীন সিংহদুয়ারের বেশ কিছুটা অংশ আবারও ভেঙে পড়েছে। তবে ওই সময় ওই জায়গায় কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই।  কয়েক বছর আগে রাজ্য সরকারের হেরিটেজ দপ্তরের তরফ থেকে এই সিংহদুয়ার সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু তা মাঝপথেই থমকে যায়। স্থানীয় মানুষজনের দাবি সংরক্ষণ না হওয়ার জন্য এদিন এই ধরনের ঘটনা ঘটলো। তাদের দাবি দ্রুত এই ঐতিহ্যবাহী সিংহদুয়ার সংস্কার করা হোক।  উল্লেখ্য, রাজবাড়ির ইতিহাসের পাশাপাশি বেশ কিছু বড় সিনেমার কাজ হয়েছে এই সিংহদুয়ার থেকেই।

লেটেস্ট ভিডিও