শিলিগুড়িতে নেশার সামগ্রী সমেত গ্রেপ্তার এক

Bangla Editor | News18 Bangla | 07:54:05 AM IST Jun 28, 2021

#শিলিগুড়ি: নেশামুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাঁদের লাগাতার অভিযানে মাঝে মধ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী। তারপরেও বর্তমান যুব সমাজ নেশায় আসক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করে চলেছে।

রবিবার ফের অসিত চক্রবর্তী নামে শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকা থেকে এক যুবককে বেশকিছু নেশার ওষুধ সমেত গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত অসিত। শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই সমস্ত নেশার ওষুধ বিক্রি করত সে। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

লেটেস্ট ভিডিও