Kali puja Barasat : অরুণাচল প্রদেশের বৌদ্ধ মন্দিরের আদলে বারাসত রেজিমেন্ট ক্লাবের কালীপুজো, ৬৫ তম বর্ষে পদার্পণ

Bangla Digital Desk | News18 Bangla | 05:42:09 PM IST Nov 03, 2021

বারাসত, উত্তর ২৪ পরগনা : বারাসত রেজিমেন্ট ক্লাবের কালী পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। থিম অরুণাচল প্রদেশের বৌদ্ধ মন্দির এর অনুকরণে মণ্ডপটি তৈরি করা হয়েছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পুজো মন্ডপ রাস্তায় দাঁড়িয়ে দর্শনার্থীরা পূজা মন্ডপ পরিদর্শন করতে করতে পারবে। পুজো মণ্ডপে ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। হাইকোর্টের সমস্ত নিয়ম মেনেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। অশোকনগর, উত্তর ২৪ পরগনা : আগামীকাল কালীপুজো তাই অশোকনগর থানার অন্তর্গত সমস্ত কালী পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বৈঠক অশোকনগর থানার। দুর্গাপুজো কালীপুজো তো করো না বিধি মেনে করতে হবে কালীপুজো এই নির্দেশ মানতে হল বৈঠক।

লেটেস্ট ভিডিও