গাইঘাটার তৃণমূলের প্রার্থী নরোত্তম বিশ্বাসের সমর্থনে রোড-শো অভিনেতা সোহমের

Bangla Digital Desk | News18 Bangla | 04:30:15 PM IST Apr 16, 2021

গাইঘাটা বিধানসভার তৃণমূল-কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসের সমর্থনে রোড-শো অভিনেতা সোহম-র।গাইঘাটার গনদিপায়ন মোড় থেকে চোঙদা হয়ে নখপুল পর্যন্ত রোড-শো করেন সোহম।সোহম-কে দেখতে রাস্তার পাশে গাইঘাটার মানুষের ঢল চোখে পরার মতো, তাঁর বিশ্বাস গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী নরোত্তম বিশ্বাস জিতবেন।

লেটেস্ট ভিডিও