#শিলিগুড়ি: করোনাকালে দীর্ঘদিন ধরে পঠন-পাঠন বন্ধ রয়েছে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। করোনাকে পরাস্ত করতে রাজ্য সরকারের নির্দেশে লকডাউনের পথে হেঁটেছে প্রশাসন। আর তার জেরেই কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। আর মানুষের যেখানে কাজ নেই সেখানে ফি দেবে কী করে? এই প্রশ্ন তুলে ফি মুকুবের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় ডিএসও দার্জিলিং জেলা কমিটি। তবে সংগঠনের তরফে অভিযোগ, সেই সময় আচমকা তাঁদের উপর হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা। হামলায় আহত হয় ডিএসওর ১০জন কর্মী। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তার-ই প্রতিবাদ জানিয়ে এদিন আবার তাঁরা বিক্ষোভ দেখালে ফের তাঁদেরকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বাইরে বের করে দেয়। সংগঠনের সম্পাদক কল্লোল বাগচী অভিযোগের সুরে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মদতেই তাঁদের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীরা। অগত্যা তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধ করেন। পরে মাটিগাড়া থানার পুলিশের আশ্বাসে তাঁরা পথ অবরোধ তুলে নেয়। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।