Hazarduari Murshidabad: লক্ষাধিক পর্যটকের আনাগোনা ছিল হাজারদুয়ারি চত্বরে। পাশাপাশি পিকনিকের আমেজও বেশ তুঙ্গে। হাজারদুয়ারিতে নবাব নগরীতে ইতিহাসের সন্ধানে বহু সাধারণ মানুষ যেমন উপস্থিত হয়েছেন ঠিক তেমনই পিকনিকে মজেছেন হাজারদুয়ারি চত্বরে পর্যটকেরা।
Last Updated: Dec 28, 2023, 18:49 IST


