Samik Bhattacharya Dilip Ghosh: নতুন সভাপতিত্বে ব্রাত্য প্রাক্তন! বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণার মঞ্চে নেই দিলীপ ঘোষ। কলকাতায় শমীকের অভিষেক। দিলীপ তখন দুর্গাপুরে...ডুগডুগি হাতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শমীক ভট্টাচার্যের উপরেই ভরসা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷
Last Updated: Jul 03, 2025, 21:02 IST


