রাস্তা কাটা। কোথাও বেরিয়ে পড়েছে ইটের খোয়া। জায়গায় জায়গায় ভাঙা। কসবা হোক বা লেক গার্ডেন্স কিংবা হেন্টিংস। আড়াই মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হল রাস্তা সারাইয়ের কাজ। গ্রিন ট্রাইবুনালের ছাড়পত্র মেলায় চালু হয়েছে হটমিক্স প্লান্ট। তারপরই শুরু রাস্তা সারাই।
Last Updated: Dec 22, 2018, 13:49 IST


