কুম্ভমেলায় রেলভাড়ায় নজিরবিহীন ছাড়ে রাজনৈতিক খয়রাতির অভিযোগ উঠেছে। ধর্মকে হাতিয়ার করে দু’হাজার উনিশের আগে ভোটব্যাঙ্ক গড়তে চাইছে গেরুয়াশিবির? এমন প্রশ্নের মুখে বিজেপির পালটা যুক্তিতে চিঁড়ে ভিজছে না। কারণ হচ্ছে, ভরতুকির কথা বললেও যা সুপ্রিম কোর্টের নির্দেশে আদৌ আর কার্যকর নয়।