বস্তিজুড়ে কান্না, হাহাকার... পুড়ে ছাই শেষ সম্বলটুকুও! দেখুন ভিডিও

Last Updated : কলকাতা
দু'মাস বাদেই মেয়ের বিয়ে রাবেয়া বিবি ও মহম্মদ সালেকের। প্রস্তুতি সারা হয়েছিল আগেই। কিন্তু গতকাল রাতের আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল সব। বিয়ের জন্য বানানো গয়না, জমানো টাকা সবই শেষ! মাথায় হাত পরিবারের। কী করে কী করবেন কিছুই বুঝতে পারছেন না তাঁরা। এই বস্তিতেই পরিবার নিয়ে থাকতেন সালমা খাতুন। শনিবার রাতের খাওয়া শেষ করে বাইরে বেরোতেই দেখেন দাউদাউ করে জ্বলছে চারদিক। শুধুমাত্র বাচ্চা এবং প্রিয়জন ছাড়া আর কিছুই নিয়ে বেরোতে পারেননি। নারকেলডাঙা লাগোয়া মমিন হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সালমা খাতুনের বোন চাঁদনী খাতুন। সেও থাকতো একই বাড়িতে। কয়েকদিন বাদেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে চাঁদনী। কিন্তু পাঠ্য বই থেকে অ্যাডমিট কার্ড পুড়ে ছাই সবই। কীভাবে পরীক্ষা দেবে, কীভাবেই বা পড়াশোনা চলবে? চিন্তায় পরিবার। শনিবার রাতে নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মৃত্যু হয় প্রৌঢ়ের। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬ টি ইঞ্জিন।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
বস্তিজুড়ে কান্না, হাহাকার... পুড়ে ছাই শেষ সম্বলটুকুও! দেখুন ভিডিও
advertisement
advertisement