এবার পানিহাটিতে হেলে পড়ল জোড়া বহুতল! পশ্চিম পানশিলার হেলে পড়া বহুতলে আতঙ্ক। বাড়ি হেলে পড়ার কথা অস্বীকার প্রোমোটারের। পদক্ষেপের আশ্বাস পানিহাটির উপ পুরপ্রধানের। বাঘাযতীন, ট্যাংরা, কামারহাটির পরে এবার পানিহাটির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।এন্টালি থেকে কসবা। কলকাতার একাধিক বহুতল হেলে রয়েছে। প্রোমোটারের খোঁজ নেই। বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়াচ্ছে। কোনও কাউন্সিলর বলছেন, তিনি কিছুই জানেন না। কেউ আবার জেনেও গুরুত্ব দেননি বলে অভিযোগ।
Last Updated: Jan 26, 2025, 08:54 IST


